আমাদের সচেতনতাই পারে আমাদের সমাজকে ভ্রূণ হত্যা থেকে মুক্তি দিতে।। (সংগৃহিত....।)
লিখেছেন লিখেছেন এন এস এম সাবের ১৭ মে, ২০১৪, ০৪:০৬:৪৪ বিকাল
একদিন এক মহিলা ডাক্তারেরে কাছে গেলেন। গিয়ে স্বাস্থ্য চেকআপ করিয়ে দেখলেন যে তিনি গর্ভবতী ।।
স্বভাবতই ডাক্তারের কাছে এটি খুব ভালো একটা সংবাদ মনে হলো। তাই তিনি হাসি মুখে সেই মহিলাকে অভিনন্দন জানালেন। কিন্তু সংবাদটি শুনে মহিলাটি মোটেও খুশি হলেন না।
তিনি বললেনঃ "আমি মাত্র ৬ মাস আগেই মা হয়েছি। এত স্বল্প সময়ের মধ্যে আর মা হতে চাই না। আপনি আমার Abortion
করিয়ে ফেলেন। আমি অন্য সময় দরকার হলে সন্তান নিয়ে ভাববো!!" ডাক্তার মহিলা'কে অনেক কিছু বুঝিয়েও মানাতে পারলেন না।
শেষমেষ ডাক্তার বললেনঃ "আপনি বরং আপনার এখনকার সন্তান'কে মেরে ফেলেন। আপনি যেহেতু ২ টি সন্তান এত কম সময়ের মধ্যে চাচ্ছেন না তাহলে আগেরটি মেরে ফেলেন। আরেকটি তো আসবেই এবং এটিই আপনার জন্য সহজ হবে । মহিলা কিছু বুঝতে পারলেন না!! এরপর ডাক্তার মহিলাকে বুঝালেন।
তিনি বললেনঃ "আমি যা করতে বলেছি আর আপনি যা করতে বলছেন তার ভিতর কোন পার্থক্য নেই। গর্ভে আসা থেকেই একটি বাচ্চার জীবন শুরু হয়। তাই, Abortion করার অর্থ হল একটি বাচ্চা'কে হত্যা করা।"
বিঃদ্রঃ ভাইয়া এবং আপুদের বলছি, আমাদের সচেতনতাই পারে আমাদের সমাজকে ভ্রূণ হত্যা থেকে মুক্তি দিতে।।
কিছু করার আগে ভেবে করবেন, যেনো পরবর্তীতে নিজের রক্তকে নিজের হাতেই খুন করতে না হয়।।
সুতরাং আপনার আমার সকলের সচেতনতা একান্ত কাম্য।
বিষয়: বিবিধ
৯১১ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন